শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫-এ আয়োজিত নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আরিফ হোসেন। এছাড়া আরিফুল ইসলাম শ্যামল ও আব্দুর রকিবও পুনরায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: আরিফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন পাঠ করেন। এ সময় ক্লাবের সদস্যদরা উপহার গ্রহণ করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দুপুরে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে মনোনয়নপত্র গ্রহণ ও জমা প্রদান প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো: আরিফ হোসেন (দৈনিক মানব জমিন), সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম শ্যামল (দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রকিব (দৈনিক নয়া দিগন্ত) পুনরায় নির্বাচিত হন।
এছাড়া কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি শাহ জাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাতুল, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস, আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল খান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শিপু, দফতর সম্পাদক মনিরুল ইসলাম, কার্যকারী সদস্য রেজাউল করিম রয়েল, মুজিব রহমান, মোহন মোড়ল, উজ্জল দত্ত, আজিজুল ইসলামের ঘোষণা করা হয়।
পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন নির্বাচন কমিশনার মুজির রহমান, রেজাউল করিম রয়েল ও মোহন মোরল।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে শ্রীনগর প্রেস ক্লাবকে আরো গতিশীল, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



