বগুড়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে যুবকের মৃত্যু

সোমবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার একনিজ ফিড মিলের ট্রান্সফরমার রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার একনিজ ফিড মিলের ট্রান্সফরমার রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

একনিজ ফিডমিলের নাইটগার্ড আব্দুল খালেক বলেন, রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ফিড মিলের চারপাশে দেখাশোনার সময় বৈদ্যুতিক খুটি হতে মিলের ভেতরে সংযুক্ত ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের উপরের পাইপ কাটা দেখি। পরে মিলের ভেতরে থাকা ট্রান্সফরমার রুমে গিয়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের শরীরের সাথে ট্রান্সফরমারের তার লাগানো দেখতে পাই। তাৎক্ষণাত পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করার সময় ওই যুবক মারা গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। একইসাথে লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।’