বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রোববার উপজেলার চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নাটোর ম্যাপ
নাটোর ম্যাপ |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান প্রামাণিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার উপজেলার চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আনিসুর ওই গ্রামের আব্দুল খালেক প্রামাণিকের ছেলে।

চান্দাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, সকালে আনিসুর তার মাছ চাষের পুকুরে পানি সেচ দিতে যান। এ সময় তিনি সেচ যন্ত্রে সংযোগ দিতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।