স্বজনের লাশ দেখতে যাওয়ার পথে সহোদরসহ নিহত ৩

দুর্ঘটনার পর মোটরসাইকেলের তিন আরোহীর লাশ সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা। |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় স্বজনের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মোহাম্মদপুর সদিক গ্রামের করিম মণ্ডলের দুই ছেলে সুমন মণ্ডল (২৫) ও ইমন মণ্ডল (২২) এবং একই গ্রামের বাসিন্দা তাদের মামাতো ভাই মো: আশিক মোল্লা (২২)।

স্থানীয় সূত্র জানায়, নিহতরা তাদের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলের তিন আরোহীর লাশ সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই রাসেল জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে বরিশালগামী অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহতরা মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে তাদের এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে দেখতে যাচ্ছিলেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা গাড়িটি সনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।