ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা দোয়ারোদ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গ্রামটিতে হাকিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন গুরুত্বর আহত হয় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, বর্তমানে গ্রামটির পরিবেশ শান্ত আছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



