বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ে সচিবদের নিজ দফতরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি তিনি দু’মন্ত্রণালয়ের তরফ থেকে নোবিপ্রবির একাডেমিক ও অবকাঠামগত উন্নয়নে সহযোগিতা চান। সচিবগণ শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য ও বিশ্ববিদ্যালয় সর্বাঙ্গীণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সচিবরা ভবিষ্যতে নোবিপ্রবিতে প্রয়োজনীয় খাতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।