নাহিদ ইসলাম

মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নস্যাত করা হয়েছিল

‘২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন শাসন পেয়েছি বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার।’

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
মেহেরপুরে পথসভায় নাহিদ ইসলাম
মেহেরপুরে পথসভায় নাহিদ ইসলাম |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ১৯৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করেছিলাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাত করা হয়েছিল।’

মঙ্গলবার মেহেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহরের কলেজ মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন শাসন পেয়েছি বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার।’

এর আগে, মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ, সদস্য সোহেল রানা প্রমুখ।