একযুগ আত্মগোপনে থাকা স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়াকে (৫০) গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের তিনদিন পর নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে পালিয়ে যান। এ বিষয়ে মামলা হলে আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমানের নির্দেশনায় এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মানিক মিয়াকে গ্রেফতার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, আসামি মানিক মিয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



