বিরামপুরে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আনোয়ার হোসেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
গ্রেফতার আলতাফুজ্জামান মিতা
গ্রেফতার আলতাফুজ্জামান মিতা |নয়া দিগন্ত

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আনোয়ার হোসেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার বিরামপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলতাফুজ্জামান উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে।

অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।