শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া

‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী করুন।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া
শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত।’

তিনি আরো বলেন, ‘আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। আমি এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র তরুণ নেতা জনাব শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।