নবীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে জামায়াতে ইসলামী একটি সোনার বাংলা উপহার দিতে চায়। সোনার বাংলা গড়তে হলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Nabinagar
নবীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন জামায়াত প্রার্থী আব্দুল বাতেন
নবীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন জামায়াত প্রার্থী আব্দুল বাতেন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আইনজীবী আব্দুল বাতেন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের লোকজন বাংলাদেশে নিরাপদভাবে বসবাস করতে পারবে। সন্ত্রাস মাথা চাড়া দেয়ার কোনো সুযোগ নেই। আমাদের দায়িত্ব সকল ধর্মের লোকজন নিয়ে সুন্দর একটি বাংলাদেশের গড়ে তোলা।

তিনি শনিবার সকালে নবীনগর উপজেলা সদরের শ্রী শ্রী কালি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

কালি মন্দিরের সভাপতি শীতানাথ সূত্রধরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান বাশার, আইনজীবী মকবুল হোসেন, কালি মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র, লোকনাথ মন্দিরের সভাপতি গুরুপদ দাস, নরেশ রায়, কালিপদ সূত্রধর, শ্যামল বর্মন, পরিমল বর্মন, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

মতবিনিময়কালে তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে জামায়াতে ইসলামী একটি সোনার বাংলা উপহার দিতে চায়। সোনার বাংলা গড়তে হলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।