নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র রুবাইয়াত হাসান তন্ময়ের (২৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টায় রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তন্ময় সিংড়া পৌরসভার কাটাপুকুরিয়া মহল্লার মরহুম জাহিদ হাসানের ছেলে। তিনি বাবার রেখে যাওয়া সিংড়া বাজারের ইত্যাদি গার্মেন্টসের ব্যবসা দেখাশোনার পাশাপাশি একটি অনার্স কলেজে ভর্তি হয়েছিলেন।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, গত রোববার তন্ময় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দমদমা রাস্তায় অটোরিকশার সাথে ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যালে পাঠান। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, তন্ময় তার প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করে পরবর্তীতে বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি অনার্সে ভর্তি হয়েছিলেন বলে শুনেছেন।



