চুয়াডাঙ্গার দু’টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরীফুজ্জামান ও মাহমুদ হাসান খান

দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবু
শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবু |সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।