ময়মনসিংহে ১২টি ক্লাব-বিদ্যালয়ে যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি করতে ১২টি ক্লাব ও বিদ্যালয়ে তরুণ খেলোয়ার ও শিক্ষার্থীদের মধ্যে জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে ১২টি ক্লাব-বিদ্যালয়ে যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ
ময়মনসিংহে ১২টি ক্লাব-বিদ্যালয়ে যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি করতে ১২টি ক্লাব ও বিদ্যালয়ে তরুণ খেলোয়ার ও শিক্ষার্থীদের মধ্যে জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরহাদ। তিনি দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় নগরীর কেওয়াটখালীস্থ এম রহমান মিলনায়তনে আফজাল হোসেন স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক আয়োজনে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নগরীর পিডিবি উচ্চ বিদ্যালয়, রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কেওয়াটখালি উচ্চ বিদ্যালয়, ডায়মন্ড ক্লাব, নবারুণ সংঘ, অনেমা ক্রীড়া চক্র, দিগন্ত ক্রীড়া চক্র, উত্তরণ ক্রীড়া চক্র, রমজান স্মৃতি সংঘ, রমজান ইউথ ক্লাব, ভাই-বন্ধু স্মৃতি সংঘ এবং সবুজ তরুণ ক্লাব কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশু ও তরুণ নিয়মিত শরীর চর্চায় খেলাধূলায় অংশগ্রহণ করুক। এ লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। ইতোমধ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফায় তিনি খেলাধূলার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন কাজ করবে বিএনপি।