ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে পড়েন ধরা। এরপর দেয়া হয় গণপিটুনি। পরে তুলে দেয়া হয় পুলিশের হাতে। তিনি আর কেউ নন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান।
এমনকি ডাকাতিতে ধরা পড়ার পর কিশোরগঞ্জ জেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দফতর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সিদ্ধান্তে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসাথে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন বলেন, ‘সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন এবং তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।’