ইসলামী ব্যাংক নোয়াখালীর সুর্বণচর শাখার গ্রাহক পরিষদ এবং বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশীদের উদ্যোগে বিগত ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত অবৈধ নিয়োগকৃতদের বরখাস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে সুর্বণচর প্রেসক্লাব, উপজেলা পরিষদ এবং ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিপুল সংখ্যক গ্রাহক এবং বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ উপস্থিত ছিলেন। বক্তারা চাকরির বিধি লঙ্ঘন করে অবৈধভাবে নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানান ।