নওগাঁয় ডেভিল হান্ট অপারেশন, আ’লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
আ’লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার
আ’লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতেও অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাসস্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের ছেলে ডা: মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কায়েস্থপাড়ার মরহুম মোসলেম উদ্দীনের ছেলে মো: এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিপুর পূর্বপাড়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শরমইল গ্রামের ভিকু মণ্ডলের ছেলে বাদের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সদরের স্কুল পাড়ার মরহুম আব্দুর রউফ মণ্ডলের ছেলে মো: রাহিদুজ্জামান রাহিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খোশালপুর গ্রামের উপছের আলীর ছেলে মো: রানা।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।