বৈষম্যমুক্ত দেশ ও সমাজ গড়তে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন বলেন, ‘কোরআন দিয়ে যদি সংসদ, বঙ্গভবন, বিচার বিভাগ এবং শিক্ষাব্যবস্থা চলে তাহলে সুন্দর একটি ইনসাফ পাবেন জনগণ। এজন্য আল্লাহর আইনকে সংসদে নেয়া প্রয়োজন। কোরআনের বিধান মতে দেশ পরিচালনা করতে জামায়াতে প্রতিধিনি হিসেবে মানিকগঞ্জ-৩ আসনে মনোনীত হয়েছি।’
তিনি আরো বলেন, ‘দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ-ধান্দাবাজ, ধোকাবাজ, প্রতারক, কালোবাজারি, মজুদদারীমুক্ত একটি উন্নত দেশ আমরা গড়তে চাই। এমন দেশ গড়তে যুবক, মুরব্বি, শিক্ষক, ছাত্র সমাজ, শ্রমজীবীসহ সকল পেশাজীবী মানুষের সহযোগিতা লাগবে।’
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মো: আবু সাইদ, বরাইদ ইউনিয়ন সভাপতি আব্দুস ছাত্তার, দড়গ্রাম ইউনিয়ন সেক্রেটারি মো: সোরহাব হোসেন, ওয়ার্ড সভাপতি মো: লাল মিয়া হোসেন, সেক্রেটারি মো: সোনালী, সদস্য মো: আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।