গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পড়ে মটরসাইকেল আরোহী শেফালী বেগম (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা
গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পড়ে মটরসাইকেল আরোহী শেফালী বেগম (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগম সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী এবং দুই সন্তানের জননী বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, রেজাউল করিম তার স্ত্রী শেফালীকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে কাটা মোড় নামক এলাকায় পৌঁছিলে পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।