মধুপুরে বংশাই নদীতে পলো উৎসব অনুষ্ঠিত

উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের বংশাই নদীর মলকা দহও থেকে এ ঐতিহ্যবাহী পলো উৎসব শুরু হয়।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
পলো উৎসব
পলো উৎসব |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুর-ঘাটাইলে প্রবাহিত ঐতিহ্যবাহী বংশাই নদীতে হয়ে গেলো মৎস্য প্রেমিকদের জমকালো পলো উৎসব।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের বংশাই নদীর মলকা দহও থেকে এ ঐতিহ্যবাহী পলো উৎসব শুরু হয়।

নাদী, খাল, বিল ও বিভিন্ন জলাশয় থেকে মাছ আহরণের শত বছরের ঐতিহ্য ধরে রাখতে মধুপুর উপজেলাসহ পাশের উপজেলা ঘাটাইল ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত মৎস্য শিকারী প্রেমিদের অংশ গ্রহণের মাধ্যমে এ পলো উৎসব অনুষ্ঠিত হয়।

বংশাই নদীর এপার-ওপারে আড়াআড়িভাবে মৎস্য শিকারীরা পলো, সিপজাল, পাইনজালসহ বিভিন্ন প্রকার মাছ ধরার বাহন নিয়ে পানিতে নেমে মাছ আহরণ ব্যস্ত সময় পার করেন।

এ সময় মাছ আহরণকারীরা নদীতে থাকা বোয়াল, রুই, মিনর কার্প, তেলাপিয়া, শরপুটিসহ নানা জাতের মাছ আহরণ করেন।

মৎস্য শিকারীরা জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বংশাই নদীসহ বিভিন্ন এলাকার সরকারি বিল-জলাশয়ে মাছ মারতে যাই। আগের তুলনায় বিল কমে গেছে ও পানি কম থাকে সে কারণে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। পলো দিয়ে মাছ ধরা একটি উৎসব আনন্দ তাই আমরা প্রতি বছরই এটি করে থাকি যা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ।

পরে মাছ শিকারীরা মাছ ধরতে ধরতে ঘাটাইল উপজেলার লাহিড়ী বাড়িতে গিয়ে শেষ করেন।