জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করেন জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজাউল ইসলামের সাথে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এসময় চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণসহ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাতে কথা বলে সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং প্যাথলজি সেবা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন ।
এছাড়াও রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজাউল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।