ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ধামরাইয়ে খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের (উন্মুক্ত) পক্ষে খেলাফত মজলিস ঢাকা-২০ ধামরাই আসনে উন্মুক্ত প্রার্থী হিসেবে মুফতি আশরাফ আলী স্থানীয় সাংবাদিক সাথে মতবিনিময় সভা করেছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhaka City
ধামরাইয়ে খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
ধামরাইয়ে খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের (উন্মুক্ত) পক্ষে খেলাফত মজলিস ঢাকা-২০ ধামরাই আসনে উন্মুক্ত প্রার্থী হিসেবে মুফতি আশরাফ আলী স্থানীয় সাংবাদিক সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পৌরশহরের ঢাকা মুন্নু সন্স অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা করেন।

ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আশরাফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা মো: নরুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন, কেন্দীয় ছাত্র মজলিসের সভাপতি মো: রায়হান আলীসহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, খেলাফত মজলিস ১১ দলীয় জোটে রয়েছে। তবে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনের মধ্যে বেশ কয়েকটি আসন উন্মুক্ত রেখেছেন। তার মধ্যে ঢাকা-২০ ধামরাই আসনটি উন্মুক্ত রয়েছে।

বক্তারা বলেন, আপনারা ধামরাই উপজেলাকে ইসলামী শাসন ব্যবস্থা ও আধুনিক ধামরাই গড়ার লক্ষে মুফতি আশরাফ আলীকে দেওয়াল গড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এই সময় ঢাকা-২০ ধামরাই আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী বলেন, আমি বিজয়ী হলে ধামরাই উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। তিনি শিক্ষিত যুবক-যুবতিদের বেকারত্ব দূরীকরণে বিশেষ ব্যবস্থা করবেন।

এছাড়া তিনি আরো বলেন, ধামরাইয়ের শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা ও রাস্তাঘাটসহ উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।