খাগড়াছড়িতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার ১

‘অভিযোগ পেয়ে রাতেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
খাগড়াছড়ি জেলা ম্যাপ
খাগড়াছড়ি জেলা ম্যাপ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেয়ার অভিযোগে মো: খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাত ১০টার দিকে অভিযুক্ত মাদককারবারী মো: আব্দুল মান্নানকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাতাছড়া বাজারের তিন রাস্তার মোড়ের কাছে আবুল হোসেনের মিষ্টির দোকানের সামনে প্রথমে মো: ফুল মিয়া নামে এক ব্যক্তি মাদক বিক্রির প্রতিবাদ করলে মান্নান তার সাথে তর্কবিতর্ক শুরু করেন। এ সময় ঘটনাস্থলে থাকা খোরশেদ আলমও মাদক বিক্রিতে বাধা দেয়ার চেষ্টা করলে মান্নান ক্ষিপ্ত হয়ে তার ওপর ছোট ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। কপালে প্রচণ্ড জখম হওয়ায় খোরশেদ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হামলাকারী তাকে মারধর করে আহত অবস্থায় নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেন।

হামলার শিকার খোরশেদ আলম রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সকালে বাড়ি ফিরে আসেন। তিনি পাতাছড়া সমাজ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এবং পোল্ট্রি খামার ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মান্নান এলাকার চিহ্নিত মাদককারবারী। হামলার পর স্থানীয়রা তাকে আটক করে রামগড় থানা পুলিশকে খবর দেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঈনউদ্দীন জানান, অভিযোগ পেয়ে রাতেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।