‘চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি—সবই চলছে আগের মতো। শুধু হাত বদল হয়েছে’ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফজলুল করীম বলেছেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুই ডাল। আগে আওয়ামী লীগ যা করতো এখন বিএনপি তা করছে। বিএনপির মধ্যে কেউ ভালো থাকলেও সে আর ভালো থাকতে পারে না। চাঁদাবাজদের সাথে মিশে সেও চাঁদাবাজ হয়ে যায়।’
রোববার (২২ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা ইসলামী আন্দোলনের আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
মুফতি ফজলুল করীম বলেন, ‘এ জাহেল, মূর্খ ও বেয়াদব নেতারা জানে না জিয়াউর রহমান কাদের নিয়ে রাজনীতি করেছেন। কাদের প্রধানমন্ত্রী করেছিলেন।’
তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, ‘আলেমদের ওপর জুলুম করলে, কোরআন-হাদিস নিয়ে খেলা করলে—বাংলার জমিন থেকে এ জালেমদের তাড়িয়ে দেবে সাধারণ মানুষ। ফেরাউন টিকে নাই, নমরুদও না।’
ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলার সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জুলাই ‘গণহত্যার’ বিচার, ইসলামবিরোধী প্রতিষ্ঠান বাতিল, ইসলামী শাসনব্যবস্থা চালুসহ নানা দাবি তুলেন বক্তারা। সমাবেশে লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনুর রহমানসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।