গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে গণমিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গী কলেজগেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার।
মিছিল শুরুর আগে স্থানীয় সফিউদ্দিন স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উচ্চ আদালতের রায়ে গাজীপুর-৬ আসন বাতিল হয়ে যাওয়ায় গাজীপুর-২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আগের মনোনয়ন বহাল রাখা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে।
তারা জোর দিয়ে বলেন, জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে মনোনয়নও সেদিকেই যেতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হচ্ছে।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
গাজীপুর-২ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিএনপির গাজীপুর-২ নির্বাচনী এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিকে বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করীম রনির পক্ষে প্রাক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদি, ড. সহিদউজ্জামান, মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর সদর মেটো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা মোফাজ্জাল হোসেন চেয়ারম্যান, হুমায়ুন কবীর রাজু, আসাদুর রহমান কিরণ, মনিরুল ইসলাম বাবুল, কামাল হোসেন, আবুল হাসেম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, মহানগর যুবদলের সভাপতি মাহমুদুল হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।



