মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার
র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ার হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১। সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের পর এলাকায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি ও চাঁদাবাজদের গ্রেফতারে বাহিনী কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল।

এর আগে গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হন। ঘটনার পর থেকেই র‍্যাব-১১ আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি শর্টগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসংক্রান্ত অন্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।