গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির বিজয় মিছিল

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বিজয় মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা
বিজয় মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা |নয়া দিগন্ত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিজয় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের রাজার মাঠ থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বক্তব্য রাখেন।

তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু এখনো নানাবিধ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়ের ঘোষণাকে স্বাগত জানাই। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে অবশ্যই একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারব।