রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

এ সময় তার বাসা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
আটক আহসান ইউসুফ পাভেল
আটক আহসান ইউসুফ পাভেল |নয়া দিগন্ত

রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আহসান ইউসুফ পাভেল নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার বাসা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে রংপুর নগরীর ধাপ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব জানান, নগরীর ধাব এলাকায় বিভিন্ন দিন থেকে চাঁদাবাজির বিষয়ে আমরা শুনে আসছিলাম। এর আগেও আমরা বিভিন্ন অপারেশন করেছি। তারই ধারাবাহিকতাই আজকে আমরা সুনির্দিষ্ট তথ্য পাই যে, পাভেল নামে এক যুবকের কাছে অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করে।

তিনি বলেন, ‘এ ধরনের অপারেশন আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। রংপুর শহর ও জেলার নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।’