আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সাথে দীর্ঘ সমন্বয় সভা করেছে বৃহস্পতিবার বিকেলে।
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রগুলোর মধ্যে আইটি ভবনে (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভোট দেবেন সোহরাওয়ার্দী হলের ভোটাররা। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (কলা মানববিদ্যা অনুষদ নতুন ভবন) ভোট দেবেন শাহজালাল হল, এ এফ রহমান হল ও আলাওল হলের ভোটাররা। বিজ্ঞান অনুষধ ভবন কেন্দ্রে ভোট দেবেন শাহ আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সুর্যসেন হলের ভোটাররা। ড. মুহাম্মদ ইউনুস ভবন(সমাজ বিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেসা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের ভোটাররা। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেবেন প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধূরী হোস্টেলের ভোটারা।
আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভা বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভিসির দফতরের সম্মেলন কক্ষে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী উপস্থিত ছিলেন।
চাকসু নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় চাকসু নির্বাচন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের যাবতীয় সুপারিশ ও পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
সভায় আরও উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনার প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসক এবং চাকসু নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।
চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো: সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র ডিসি মো. গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জিআরপি’র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআই’র উপ-পরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, চট্টগ্রাম জেলা ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউসার, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রাম এর সহকারী পরিচালক মো. নুর ইসলাম, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ।