রাজবাড়ীর ইরাদত আলীর ৬৬ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ পরিবারের ৫ সদস্যের অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে রাজবাড়ীর বিশেষ জজ আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী |নয়া দিগন্ত

সোমবার (১ ডিসেম্বর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং তার স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাতা সহ পরিবারের ৫ সদস্যের অবৈধভাবে অর্জিত ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে রাজবাড়ীর বিশেষ জজ আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিজন কুমার বোসের পক্ষে আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক মো: আনিসুর রহমান শুনানী শেষে এ আদেশ দেন।

বিগত আওয়াামী সরকারের সময় দলীয় প্রভাব খাটায়ে অন্যের জমি জবর দখল করে জুট মিলস্ সহ প্রচুর অবৈধ সম্পদের মালিক হন। কাজী এরাদত রাজবাড়ী-১ আসনে বিনাভোটের এমপি কাজী কেরামত আলীর ছোট ভাই।

উল্লেখ্য,২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছে।