মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্য নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মদন পৌর শহরে উপজেলা জামায়াতের আমির মাওলানা অলীউল ইসলামের নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদের সদস্য নেত্রকোনা মাওলানা রুহুল আমীন, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মিছিল শেষে পথসভায় বক্তব্যকালে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের পূর্ব পুরুষদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এদেশের তাবেদার শক্তি, পার্শ্ববর্তী দেশের কাছে বার বার ইজারা দিয়ে দিতে চেয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে এসে আমাদের পররাষ্ট্রনীতি অন্য দেশের কথায় চলতে পারে না। আমরা তা হতে দিতে পারি না।



