খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভোরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে নগরীর গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক (ডিসি) আ স ম জামশেদ খোন্দকার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল সাড়ে ৮টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মো: মাহবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনাসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।



