সিরাজদিখানে বজ্রপাতে এক ভাইয়ের মৃত্যু, অপরজন আহত

সিরাজদিখানে জমি থেকে ডাটা শাক তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
সিরাজদিখানে বজ্রপাতে শিশুর মৃত্যু
সিরাজদিখানে বজ্রপাতে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি থেকে ডাটা শাক তুলতে গিয়ে বজ্রপাতে তারিকুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু এবং মিনহাজ (৯) নামে আরেক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ও আহত মিনহাজ শেরপুর জেলার শুকরাকান্দী গ্রামের বাসিন্দা আবদুস সালামের ছেলে। তিনি শিয়ালদি গ্রামের আলি হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।

জানা যায়, আব্দুস সালাম দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অন্যের জমিতে কৃষি কাজ করতেন। তার সাথে ছেলেরাও সহযোগিতা করতেন। আজ বিকেলে ডাটা শাকের আটি বাঁধতে জমিতে গেলে হঠাৎ বজ্রপাতে বড় ছেলে তরিকুলের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা ছোট ভাই মিনহাজও আহত হয়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামশেদ ফরিদী বলেন, ‘শিশু তরিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। অপর শিশু মিনহাজ বজ্রপাতের শব্দে ও আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’