কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘর উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

Location :

Madhukhali
কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘর উদ্বোধন
কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘর উদ্বোধন |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন মো: সাদিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ, গোপালগঞ্জ জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান- লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার ও পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক, আরিয়ান খান, মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জি এম প্রশাসন শেখ মো: আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, লোকমান হোসেন খানের পিএস মো: হেলাল আহমেদ, টোলের ম্যানেজার মো: মিজানুর রহমান প্রধান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টোল ঘরে এলাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লোকমান হোসেন খান বলেন, আমি ব্যবসায়ী মানুষ, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করবো।

সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়, সেদিকে অবশ্যই লক্ষ রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, ‘টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’