চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

‘২৪-এর গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, ইনশাআল্লাহ।’

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
চাঁদপুরে জামায়াতের দোয়া মাহফিল
চাঁদপুরে জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

চাঁদপুরে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের চাঁদপুর শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।

প্রধান অতিথি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে কুরআনের সমাজ বিনির্মাণের জন্য সামনে অগ্রসর হবে, আমাদেরকে হিম্মত ও প্রজ্ঞার মাধ্যমে চেষ্টা করে যেতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আগামী নির্বাচনে কুরআনের বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শহর শাখার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শূরার সদস্য মাওলানা তাফাজজল হোসেন, অ্যাডভোকেট মামুন মিয়াজী, গোলাম মাওলা।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি জাফর আহমেদ।