এবার সিলেটে গুলিসহ ২ এয়ারগান উদ্ধার

‘গুলিসহ উদ্ধারকৃত এয়ারগান দু’টি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত দু’টি এয়ারগান
উদ্ধারকৃত দু’টি এয়ারগান |নয়া দিগন্ত

এক দিনের ব্যবধানে সিলেটের বিয়ানীবাজারে পৃথক অভিযানে ১২৫টি গুলিসহ দু’টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

এর আগে, রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিয়ানীবাজার থানার আলীনগরের একটি বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছিল র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ছোটদেশ গ্রামের আগরগাছ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৫টি গুলিসহ একটি এয়ারগান এবং একই গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি এয়ারগান উদ্ধার করা হয়।

মিডিয়া অফিসার শহীদুল ইসলাম সোহাগ জানান, গুলিসহ উদ্ধারকৃত এয়ারগান দু’টি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।