মুকসুদপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Gopalganj
উপজেলা জামায়াতের ইসলামীর মতবিনিময় সভা।
উপজেলা জামায়াতের ইসলামীর মতবিনিময় সভা। |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজিবুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, জেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা নায়েবে আমির ক্বারী আ: আজিজ, পৌর সেক্রেটারি আবু তালেব।

সভায় বক্তারা বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটি বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।