সিলেটে এইচএসসিতে খারাপ ফলাফল, পাসের হার ৫১.৮৬

এ বছর সিলেট বোর্ডে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে, পাস করেছেন ৩৫ হাজার ৮৭১ জন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ধস নেমেছে সিলেট বোর্ডে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ। এর মধ্যে, জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬০২ জন।

গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিলেন ছয় হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৩৩ শতাংশ।

এদিকে এ বছর সিলেট বোর্ডে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে, পাস করেছেন ৩৫ হাজার ৮৭১ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী।

ফলাফল ধসের কারণ হিসেবে তিনি বলেছেন, ইংরেজিসহ কয়েকটি বিষয়ে খারাপ ফলের কারণে সামগ্রিক ফলাফল খারাপ হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। এর আগের বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল আটটি। এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা চারটি।