সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে নিখোঁজের তিন দিন পর আবদুল মতলিব (৭০) নামে এক ধলাই মাঝির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল খেয়াঘাট সংলগ্ন নদীতে আবদুল মতলিবের লাশ ভেসে উঠলে তারা তা উদ্ধার করে। এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় রাজাগঞ্জ ইউনিয়নের খেয়াঘাটে নৌকা চালানোর সময় তিনি নিখোঁজ হন।
ধলাই মাঝি রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা এবং তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে রাজাগঞ্জ খেয়াঘাটে নৌকা চালিয়ে জনসাধারণকে পারাপার করতেন বলে জানা গেছে।
এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা দু’দিন ধরে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আনোয়ার মাস্টার জানান, ঘটনার দিন সকালে খেয়া পারাপারের জন্য ঘাটে গিয়ে ধলাই মাঝির নৌকার বৈঠা নদীতে উপুড় হয়ে থাকতে দেখেন এবং নৌকাটি ভেসে যেতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানান।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাদির জানান, ঘটনার পরই পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং তারা তল্লাশি শুরু করেন। আজ ভোরে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা শনাক্ত করে উদ্ধার করেন।
এলাকার প্রবীণ মুরব্বি মুজম্মিল চৌধুরী বলেন, ‘ধলাই মাঝি দীর্ঘ প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে খেয়াঘাটে মানুষ পারাপার করেছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। টাকা না থাকলে কখনো ভাড়া নিতেন না। তাকে এলাকার মানুষ ভুলতে পারবে না।’



