কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে ঘাসনাশক বিষ দিয়ে কুদ্দুস মিয়া (৬৫) নামে এক কৃষকের প্রায় চার একর জমিতে ধানের বীজতলা নষ্ট করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক কুদ্দুস মিয়ার পুরো বীজতলার চারা গাছ শুকিয়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
কুদ্দুস মিয়া জানান, ‘কয়েকদিন আগে কেউ তার বীজতলায় বিষ দিয়েছে। কখন বিষ দেয়া হয়েছে তা তিনি জানেন না। চারা আস্তে আস্তে শুকিয়ে যেতে দেখে তিনি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানান।
কুদ্দুস মিয়া বলেন, ‘বীজতলা নষ্ট কইরা আমার মনে যে আঘাত দিছে, আমি অহন কইত্তে কি করুম। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। কে আমার এত্তো বড় ক্ষতি করলো, কেন করলো?’ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।
পাশের জমির কৃষক রতন মিয়া বলেন, ‘কে বা কারা করেছে আমরা জানি না, তবে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ বীজতলা দেখতে ভিড় জমায়। এ ধরনের শত্রুতামূলক কাজের জন্য তীব্র নিন্দা জানান।
ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন জানান, তিনি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি আসলেই দুঃখজনক ঘটনা। এটি ফৌজদারি অপরাধ। তিনি অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।’