তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) ব্রির মেডিক্যাল শাখা আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
রোটারি ক্লাব অব ভাওয়ালের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো: আমিরুল ইসলাম, ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহ্বায়ক ও ফোকাল পয়েন্ট ড. মো: আদিল বাদশাহ।
সভাপতিত্ব করেন ব্রির মেডিক্যাল শাখার প্রধান ডা: হাবিবা সুলতানা।
অনুষ্ঠানে ব্রির সকল বিভাগ ও শাখার প্রধান ও ক্রিয়াশীল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।