বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতায় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার ৪৩ নম্বর সোনাহার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলা দেশের অন্য অঞ্চলের তুলনায় অধিক শীতপ্রবণ এলাকা। খোলা মাঠ, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীত মৌসুমে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়ে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
অনুষ্ঠানে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: সাকিব হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সামসুল কবিরসহ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এদিকে শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা এবং শীতের এ দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।



