মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ মনিটরিং হয়।
মায়ামী ডাইন ইন রেস্টুরেন্টে তদারকির সময় দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্তভাবে রাখা, ডাস্টবিন খোলা অবস্থায় রাখা এবং সামগ্রিকভাবে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা লক্ষ করা যায়। এসব অনিয়মের কারণে রেস্টুরেন্টটির মালিক মাহমুদা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।



