ইউনিয়ন পরিষদে তালা দিয়ে সচিবকে তুলে নেয়ার অভিযোগ, বিএনপি নেতাসহ আটক ৬

নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সচিবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয়া হয়
ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয়া হয় |নয়া দিগন্ত

ঝিনাইদহ শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সচিবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে-হিঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একইসাথে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

এ বিষয়ে নিত্যনন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু শিকদার জানান, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না।’

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিনিগ্ধা দাস জানান, ‘অভিযুক্তরা সচিবকে জোরপূর্বক তার কার্যালয়ে হাজির করেন। বিষয়টি জানার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। সরকারি অফিসে তালা লাগানো একটি গুরুতর অপরাধ হওয়ায় জড়িতদের আটক করা হয়েছে।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পরিষদের তালা দেয়ার ঘটনায় ছয়জন আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। একইসাথে সচিব হাফিজুর রহমানকে উদ্ধার করা হয়েছে। দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের সাথে যারা জড়িত তাদের কোনো রকম ছাড় দেয়া হবে না।

এদিকে ঘটনায় নিত্যানন্দপুর ইউনিয়নে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।