শৈলকুপায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক গোলাম বারী মন্ডল নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Shailkupa
শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত |সংগৃহীত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই বাজার নামক স্থানে গোলাম বারী মন্ডল(৬০) নামের এক মোটরসাইকেল চালক ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন।

সোমবার (৩০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গোলাম বারী মন্ডলের বাড়ি উপজেলার বেষ্টপুর গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভাটই বাজার থেকে গোলাম বারী মন্ডল নামের এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে তার স্ত্রী রাফেজা বেগমকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় আবু বক্কার নামের এক ব্যক্তি।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার এ বিষয়ে জানান, ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক গোলাম বারী মন্ডল নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।