আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই মাঠে নেমেছে নেতাকর্মীদের ঢল। ২২ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লেগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতা-কর্মীদের সাথে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল। ব্যানার, লাল-সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ। মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান। অনেকেই মাথায় দলীয় ক্যাপ, ব্যাজ পরে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিলে মিছিলে মুখর আলীয়া মাদরাসা মাঠ। স্লোগানে স্লোগানে বলা হচ্ছে, ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘শালা-শালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’।
ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভা বিএনপির প্রথম নির্বাচনী সভা। দুপুরের দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
বিএনপির নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে আসেন তারেক রহমান। তারেক রহমানের সাথে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ। সিলেট বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি চলে যান শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে। জিয়ারত শেষে গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশখানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাত যাপন করেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে শহরে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। নগরজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনীর গাড়িও টহল দিচ্ছে শহরজুড়ে। জনসভার আশপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ।
সফরসূচির তথ্য অনুযায়ী সিলেটের জনসভা শেষ করে ঢাকার পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুরে খেলার মাঠে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জেও নির্বাচনী সমাবেশে তার অংশ নেয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত আনুমানিক ১০টার দিকে গুলশানে অবস্থিত নিজ বাসভবনে প্রত্যাবর্তনের কথা রয়েছে।
সর্বশেষ ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পুণ্যভুমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ শেষ হয়েছে সিলেটবাসীর।
সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সফরসঙ্গী—স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।



