বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াইশরও বেশি বিজ্ঞান প্রজেক্ট স্থান পেয়েছে বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এ সময় তার সাথে রিজিয়ন কমান্ডারের স্ত্রী মোশফেকা মোজাম্মেল সিঁথি, সদর জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো: শাহাজাহান সিরাজ ভূঁইয়াসহ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মেলায় শিক্ষার্থীরা পরিবেশ প্রযুক্তি কৃষি রোবটিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে আড়াইশরও বেশি প্রজেক্ট উপস্থাপন করেন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।