সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুতের সট সাকিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতবাড়ির ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামের মিলন মন্ডলের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, আগুন ছড়িয়ে বাড়ির ফ্রিজ, টিভি, কম্পিউটার, আসবাবপত্র, ধান-চাল, নগদ দেড় লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৮ ভরি রূপাসহ সবকিছুই ভস্মীভূত হয়ে যায়।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টা সময় লেগেছে। ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।



