ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৮) গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টেভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
রোববার (২০ জুলাই) দুপুরে গ্রেফতারদের পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার রাতব্যাপী ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ফাঁড়ি, রূপপুর ফাঁড়ির যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি মিনহাজ ফকিরকে পৌর এলাকার শেরশাহ রোড হতে গ্রেফতার করা হয়। এছাড়াও যৌথ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টেভুক্ত আরো ১৫ জন গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান অভিযান অব্যাহত রয়েছে।