আড়াইহাজারে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় পায়রা চত্বর থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ মিছিল করেছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
আড়াইহাজারে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
আড়াইহাজারে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় পায়রা চত্বর থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন। পরে আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এই আসনে দলটির প্রাথমিক মননোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। কেন্দ্র থেকে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই মূলত বিএনপির স্থানীয় তিন গ্রুপের পক্ষ থেকে এই আসনে দলীয় মনোনয়ন বাতিলের দাবি করা হচ্ছে।

আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির হাইকমান্ডের কাছে মনোনয়ন স্থগিতের দাবি করে আসছেন। এই আসনে নজরুল ইসলাম আজাদ ছাড়াও দলটি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরাজুল হাসান নয়ন মোল্লা বলেন, ‘নারায়ণগঞ্জ-২, আসনটি বিএনপির ঘাঁটি। এখানে বিগত সময়ে তিনবার বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে দল থেকে আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তার বিতর্কিত কর্মকান্ডের ফলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়ে পড়েছে। ভোটের মাঠে তার কোনো জনপ্রিয়তা নেই; তাকে সাধারণ মানুষ ভয় পায়। তার মনোনয়ন বাতিল করা না হলে; এই আসনটি এবার বিএনপির হাত ছাড়া হয়ে যাবে।’

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর বলেন, ‘নজরুল ইসলাম আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই আমরা তার মনোনয়ন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। দল যদি আমাদের দাবি না মানেন তাহলে নারায়ণগঞ্জ-২, আসনে বিএনপির ভরাডুবি হবে; এর দায় দলকেই বহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে নেতাকর্মী ও ভোটারদের তোপের মুখে পড়েছেন নজরুল ইসলাম আজাদ। আন্দোলনের চাপে ভোটের মাঠে বেকায়দায় পড়েছেন।